• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোজা শুরু হবে প্রচণ্ড গরমে, বৃষ্টির সম্ভাবনা কম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৭, ০৮:৫৬

প্রচণ্ড গরমে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। সঙ্গে ভ্যাপসা গরমের প্রকোপ এ মাসের শেষ সপ্তাহে আরো অসহনীয় পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আর চাঁদ দেখার ভিত্তিতে শেষ সপ্তাহের ২৮ মে থেকে শুরু হতে পারে রোজা। ফলে সিয়াম সাধনার মাসটি শুরু হচ্ছে প্রচণ্ড গরম দিয়েই।

এ অবস্থায় তাপ এড়িয়ে চলাফেরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কেননা এসময়টায় বর্ষা শুরুর আগে টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

জ্যৈষ্ঠের শুরুতেই রাজধানীর তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপদাহ বয়ে চলছে। কোথাও কোথাও বৃষ্টি হলেও, কাটছে না গরমের তীব্রতা। এ কারণ বাতাসে অত্যাধিক জলীয় বাষ্প। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টিহীনতা। এ অবস্থায় তাপদাহে ওষ্ঠাগত জনজীবন।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাতাসে বেড়েছে আদ্রতা, তাই অসহনীয় গরম। আবহাওয়ার বিরূপ প্রভাবে নিয়মিত রোগের প্রকোপের সঙ্গে নতুন নতুন রোগের প্রদুর্ভাব ঘটছে।

আবহাওয়া অধিদফতর বলছে, আন্দামান সাগর পর্যন্ত মৌসুমী বায়ু চলে এসেছে। তবে বাংলাদেশে আসতে বেশ কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত জ্যৈষ্ঠের দহনে পুড়তে হবে।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
গরমে শিশুর যত্নে যা করবেন
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
X
Fresh