• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অপরাজনীতির বিদায় চাই : খালেদা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৭, ১৮:১৩

পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই। বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দেয়া পোস্টে তিনি এ কথা বলেছেন।

শনিবার গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশি চালানোর সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মোশতাক আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে তল্লাশি শেষে পুলিশ গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেনি।

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক জানান, আদালতের নির্দেশে তারা এ তল্লাশি চালিয়েছেন।

তল্লাশির প্রতিবাদে রোববার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন।

এদিন দুপুরে দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে দলের সাংগঠনিক জেলার দপ্তর, উপদপ্তর ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
যেভাবে কাটছে খালেদা জিয়ার ঈদ
X
Fresh