• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষকতায় অসৎ লোক ঢুকে গেছেন: মন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০১৭, ১৩:৫২

শিক্ষকতা একটি মহৎ পেশা। কিন্তু বর্তমানে এ পেশায় কিছু অসৎ লোক ঢুকে গেছেন। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার ঢাকার পলাশীর ব্যানবেউজ ভবনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা ঠিকমতো ক্লাসে পড়ান না। কিন্তু বাড়িতে টাকা নিয়ে ঠিকই প্রাইভেট পড়ান যত্নসহকারে। সংখ্যায় কম হলেও কিছু শিক্ষক পরীক্ষা কেন্দ্রে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন।

তিনি বলেন, যারা শ্রেণিকক্ষে না পড়িয়ে বেশি অর্থের জন্য প্রাইভেট পড়ান তারা শিক্ষকতার মতো মহান পেশাকে খাঁটো করছেন। এর চেয়ে কুশিক্ষা আর কী হতে পারে?

নুরুল ইসলাম বলেন, দেশে বর্তমানে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটা আজকের দিনে যথেষ্ট নয়। এর মান আরো বাড়াতে হবে। সরকার সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাকে সবচে’বেশি গুরুত্ব দিচ্ছে। বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষকেরাই হলেন নিয়ামক শক্তি।

তিনি আরো বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। তারাই শিক্ষার্থীদের আসল শিক্ষাটা দেবেন। কিন্তু তারা যদি ক্লাসে না পড়িয়ে প্রাইভেটের প্রতি জোর দেন তাহলে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়বে।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh