• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘আগস্টের হত্যাকাণ্ড পাকিস্তান বানানোর ষড়যন্ত্র’

অনলাইন ডেস্ক
  ২০ আগস্ট ২০১৬, ১৯:২২

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগস্টের হত্যাকাণ্ডগুলো কোন ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারের বিরুদ্ধে নয়। সবগুলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। দেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় একথা বলেন তিনি। ২১ই আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে এ চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে যুবলীগ।

আমু বলেন, দেশের স্বাধীনতা বিরোধীরাই শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা চালিয়েছিল। আর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা।এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে একটি কনফেডারেশন তৈরি।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যাকাণ্ডের মাস্টার মাউন্ড ছিলেন জিয়াউর রহমান। আর চলমান জঙ্গি নাশকতার মাস্টার মাইন্ড তারেক রহমান ও খালেদা জিয়া। উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে দেশকে আবারো পাকিস্তান বানাতে জঙ্গিদের দিয়ে এসব সন্ত্রাসী ঘটনা ঘটানো হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh