• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পেট্রোলপাম্পে কর্মবিরতির হুমকি

অনলাইন ডেস্ক
  ২০ আগস্ট ২০১৬, ১৫:৩৬

ইজারা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবি বাস্তবায়নে সরকারকে সময় বেধে দিলো বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আসছে ২৮ অগাস্ট সারাদেশে পেট্রোলপাম্পে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি। ওইদিন ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণন বন্ধ থাকবে।

শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এর পরও দাবি না মানলে টানা কর্মবিরতিতে যাবার হুমকি দেন পরিষদের নেতারা।

লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, পেট্রোলপাম্পগুলোর অবস্থান সড়ক, মহাসড়কের পাশে। একারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি সংযোগ সড়ক হিসেবে ইজারা নেয়া হয়েছে। কিন্তু কয়েকবছর পরপরই সওজের জমির ইজারা মাশুল বাড়ানো হচ্ছে। এটা অযৌক্তিক। এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, গেল কয়েক বছরে পেট্রোলপাম্প পরিচালনায় ব্যয় কয়েকগুণ বেড়েছে। কিন্তু কমিশন বাড়ানো হয়নি। ২০১১ সালের হিসেবেই পাম্প মালিকদের কমিশন দেয়া হচ্ছে। কমিশন না বাড়লে পাম্প চালানো কঠিন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh