• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘বঙ্গ বাহাদুরের’ কঙ্কাল যাবে জাদুঘরে

অনলাইন ডেস্ক
  ২০ আগস্ট ২০১৬, ১২:২৫

সরকার অনুমোদন দিলেই ভারতীয় হাতিটির (বঙ্গ বাহাদুর) কঙ্কাল জাতীয় জাদুঘরে নেয়া হবে। এরই মধ্যে বঙ্গ বাহাদুরের সমাধিস্থল পর্যবেক্ষণ করতে জাতীয় জাদুঘরের ৩ সদস্যের প্রতিনিধি দল জামালপুরের সরিষাবাড়ী গেছে।

তারা হলেন সহকারী পরিচালক শওকত ইমাম খান, গোলাম কাওসার ও মালি সরাফত হোসেন।

শুক্রবার সকালে উপজেলার কয়ড়া গ্রামের বরকত হাজীর জমিতে তারা হাতিটির সমাধিস্থল পর্যবেক্ষণ করেন।

জাদুঘরের সহকারী পরিচালক শওকত ইমাম খান বলেন, ‘বঙ্গ বাহাদুরের’ কঙ্কাল জাতীয় জাদুঘরে নেয়ার প্রক্রিয়া হিসেবে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। হাতিটির স্মৃতি যেন মুছে না যায়, তাই সংরক্ষণের জন্য জাতীয় জাদুঘর উদ্যোগ নিয়েছে। হাতিটির স্মৃতি পরবর্তী প্রজন্মের জন্য প্রদর্শন করা হবে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন জানান, বঙ্গ বাহাদুরের কোনো অঙ্গ যেন চুরি বা খোয়া না যায় সে কারণে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh