• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  ২০ আগস্ট ২০১৬, ১০:১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ট্রপিক্যাল নিটিং’ নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় কারখানাটিতে আগুন লাগে।ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় শনিবার সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।কারখানার অনেক জায়গায় সুতার স্তুপে যেসব আগুন এখনো জ্বলেছে তা নিভাতে ‍আরো কিছু সময় লাগবে। তবে আগুন ছড়ানোর আর কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে কারখানার বিপুল পরিমাণ কাপড়, সুতা ও মেশিন পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাতে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় কারখানার তিনতলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে। ব্যাপকতা বেড়ে আগুন চার তলায়ও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh