• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেসরকারি ব্যাংক পরিচালকের মেয়াদ ৯ বছর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৭, ১৪:০৪

ব্যাংক কোম্পানি আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে বেসরকারি ব্যাংকের পরিচালক পদে থাকা যাবে একটানা ৯ বছর। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ সাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইন অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি ব্যাংকের পরিচালক পদে টানা ৯ বছর থাকার বিধান রেখে ব্যাংক কোম্পানি আইন সংশোধন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

শফিউল আলম বলেন, পরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে নতুন আইনে কিছুটা সংশোধনী আনা হয়েছে। এতে বলা আছে- টানা ৯ বছর থাকার পর ৩ বছর বিরতি দিতে হবে। এরপর আবার পরিচালক হিসেবে একই ব্যক্তিকে ফের ৯ বছরের জন্য নিয়োগ দেয়া যাবে।

আগে বেসরকারি ব্যাংকের পরিচালক পদে ৬ বছর থাকার সুযোগ ছিল। কিন্তু নতুন আইনে একটানা ৯ বছর থাকতে পারবেন একজন পরিচালক।

সচিব আরো বলেন, ব্যাংক কোম্পানি সংশোধনী আইনের খসড়ায় ৩টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। আইনের ১৫ ধারার ৪ উপধারার পরিবর্তন আনা হয়েছে।

উপধারা ৪ এর ‘ক’পরিবর্তন করে ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে মনোনয়ন ও অনুমোদন সংযোজন করা হয়েছে। এসব পদে মনোনীতদের নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

আগের আইনে পরিচালক পদে একই পরিবারের দুজনের বেশি থাকার সুযোগ ছিল না। সংশোধন আইনে একই পরিবারের ৪ জন থাকতে পারবেন, এর বেশি নয়।

এইচটি/এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh