• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘আহত পুলিশ বিনামূল্যে চিকিৎসা পাবে’

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৬, ১৯:০১

দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যরা আহত হলে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বলেন, বেসরকারি হাতপাতালগুলোতেও পুলিশের চিকিৎসায় ৫০ ভাগ ছাড়ের ব্যবস্থা করা হবে। যেসব হাসপাতাল এ সুবিধা দিবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পুলিশ।

মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় অংশিক কার্যকর হয়েছে। পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে পুরো রায় কার্যকর করা হবে।

পুলিশের আইজিপি একেএম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোকলেসুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়া এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh