• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মৃত হাতির জন্য কোটি টাকার রিট

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৬, ১৭:১৪

জামালপুরে হাতি মারা যাবার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আইনজীবী ইউনুস আলী আকন্দ আবেদনটি করেছেন। আসছে রোববার রিট আবেদনের ওপর শুনানি হবে।

হাতিটি রক্ষার দায়িত্ব যাদের ওপর ছিল, সেসব কর্মকর্তা-কর্মচারির কাছ থেকে এই এককোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবার আবেদন করেন তিনি।

ইউনুস আলী আকন্দ বলেন, সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদে বন্যপ্রাণী সংরক্ষণ এবং তার নিরাপত্তা প্রদানের দায়িত্ব সরকারের। হাতিটিকে রক্ষা করতে না পারায় সংবিধান লঙ্ঘিত হয়েছে।

এ আইনজীবী তার রিট আবেদনে উল্লেখ করেন হাতিটির ওপর বারবার ভুলভাবে চেতনানাশক ব্যবহারের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। সে জন্য দায়ী ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত।

তিনি বলেন, যদি ক্ষতিপূরণ আদায় না করা হয় তাহলে ভবিষ্যতে অন্য প্রাণীর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে।

২৬ জুন আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে হাতিটি। দেড় মাসেরও বেশি সময় ধরে নদী ও স্থল পথ মিলিয়ে কয়েকশ কিলোমিটার পাড়ি দেয়। জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসে ২৭ জুলাই। এরপরই হাতিটিকে বশে আনার সরকারি উদ্যোগ শুরু হয়। হাতিটিকে উদ্ধারে ভারতীয় বিশেষজ্ঞ দল এসে অপারগতা প্রকাশ করে ফিরে যায়। এরপর চেষ্টা শুরু করে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh