• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

একটি ধানও যাবে না চালকলে

হোসাইন তারেক, হাওর থেকে ফিরে

  ০১ মে ২০১৭, ০৯:০৪

আগাম বন্যায় তলিয়ে গেছে দেশের হাওরাঞ্চল। সেইসঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে এসব এলাকার মানুষের জীবন-জীবিকা ও স্বপ্ন। যে সময়টায় এ অঞ্চলের মানুষদের সবচে বেশি ব্যস্ত থাকার কথা, তারা এখন পার করছেন অলস সময়।

প্রতিবছর এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয় এসব এলাকার মানুষের ব্যস্ততা। ধান মাড়াই, বিক্রি আর সবচে বেশি ব্যস্ততা থাকে চালকলগুলোতে। এসময়টাতে নতুন ধান আসে রাইসমিলে, যা দিয়ে তৈরি চাল নিজ নিজ এলাকার চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় দেশের বিভিন্ন এলাকায়।

কিন্তু এ বছর আগাম বন্যায় তলিয়ে গেছে গোটা হাওর এলাকা। ফলে কোনো ফসল ঘরে তুলতে পারেননি কোনো কৃষক। চাষীদের সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙেছে মিল মালিক ও সংশ্লিষ্টদের।

সুনামগঞ্জের সবচে বড় চালকল রাসেল রাইস মিল। আরটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল চৌধুরী।