• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সময় এসেছে কোমর সোজা করে দাঁড়ানোর

আরটিভি অনলাইন রিপোর্ট, ঠাকুরগাঁও

  ৩০ এপ্রিল ২০১৭, ১৬:১৫

সময় এসেছে কোমর সোজা করে দাঁড়ানোর। নইলে কেউ কথা শুনবে না। এই দেশে কোন স্বৈরাচার টিকতে পারেনি। ভবিষ্যতে কেউ পারবে না। বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে অনির্ধারিত এক জনসংযোগ শেষে সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। স্বৈরাচার এরশাদকে সরিয়েছি। এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিল আর আওয়ামীলীগ ৮ বছর। সময় ঘনিয়ে আসছে। এখন আর উল্টা পাল্টা করে লাভ নাই।

তিনি বলেন, কোনো ধরনের তদন্ত না করেই জঙ্গি দমনের নামে নির্বাচারে ক্রসফায়ার চলছে। তদন্ত করে বের করা হোক, জঙ্গি কিভাবে তৈরি হলো। জঙ্গিদের অর্থদাতা কে, তাদের আশ্রয় বা মদতদাতা কারা, সেটা না করে সংক্ষেপে কাজ সারা হচ্ছে।

দলের এ মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে ভারত সফরে গিয়ে শূন্য হাতে ফিরেছেন। আমরা তিস্তার পানি পাইনি। উজান থেকে পানি এসে হাওরের সব ফসল ডুবিয়ে দিয়েছে। ভারতীয় বাঁধগুলো ছেড়ে দেয়ার কারণেই এই সমস্যা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh