• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হাওরাঞ্চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

  ২৯ এপ্রিল ২০১৭, ১৬:৪৪

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সুনামগঞ্জ শাল্লা উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সকাল আটটা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ১০টা থেকে তাঁর হাওর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনে নতুন করে আশার আলো দেখছেন হাওরবাসী। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

অকাল বন্যায় সুনামগঞ্জে প্রায় ২ লাখ ৬৮ হাজার হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। ধান পচে পানি বিষাক্ত হয়ে মারা গেছে হাওরের মাছও।

চোখের সামনে সবকিছু হারিয়ে নিঃস্ব এখানকার কৃষকরা। দু’বেলা দু’মুঠো আহারের ব্যবস্থা করাটাও এখন তাদের জন্য কষ্টসাধ্য।

এর মাঝেও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন হাওরবাসী। আর্থিক সহায়তার পাশাপাশি বিনাসুদে ঋণ ও পুনর্বাসনের দাবি তাদের।

স্থানীয় জনপ্রতিনিধিরাও আশা করছেন, হাওরবাসীর দুঃখ দুর্দশা দূর করতে প্রধানমন্ত্রী কার্যকর উদ্যোগ নেবেন।

এদিকে জেলা প্রশাসক জানালেন, আগামী বোরো মৌসুমের আগ পর্যন্ত কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হবে। শাল্লা উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তার এ সফর ঘিরে শাল্লা উপজেলা সদর ও আশোপাশের এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

ওয়াই/

হাওরে ফটোসেশন করতে গেছে বিএনপি (ভিডিও)

হাওরে যেতে বিএনপিকে বাধা দিচ্ছে প্রশাসন : ফখরুল (ভিডিও)

হাওর সংকটে ঐক্যবদ্ধ হবার আহ্বান (ভিডিও)

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
বিশ্বের সর্ববৃহৎ আলপনার উদ্বোধন
বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
X
Fresh