• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাওর সংকটে ঐক্যবদ্ধ হবার আহ্বান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০১৭, ১৬:১৫

একে অন্যকে দোষারোপ না করে হাওরাঞ্চলের মানুষকে দুর্যোগ থেকে মুক্তি দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘হাওরাঞ্চলে মানুষের কান্না : বিপন্ন মানবতার পাশে দাঁড়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

হাওরবাসীর দুর্গতির প্রধান কারণ দুর্নীতি বলে মন্তব্য করে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড বাঁধের দায়িত্ব গ্রহণ করে। দুঃখজনক হলো- এ প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে ঘুষ দুর্নীতি হয়ে থাকে।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সক্রিয় হতে হবে। জনগণ ক্ষমতার মালিক। মালিক নিষ্ক্রিয় থাকলে এরকম হবে। মালিকদের সক্রিয় হতে হবে।