• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

'আওয়ামী লীগের বাধায় হাওরে ত্রাণ দেয়া যাচ্ছে না' (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০১৭, ১৬:০৩

সরকারি বাধা না থাকলে বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলে ব্যাপক ত্রাণকার্য চলাতে সক্ষম হতো। এমনকি বেসরকারি সাহায্য সংস্থা নাগরিক সংগঠনগুলোও সরকারের অসহযোগিতার কারণে ত্রাণকার্য চালাতে পারছে না।

অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, হাওরাঞ্চলের দুস্থদের তালিকা আওয়ামী লীগের নেতাদের দিয়ে করানো হলে কিছু নেতার পকেট ভরবে। এতে সহায়তা পাবে দলীয় লোকজন আর বঞ্চিত হবে প্রকৃত দুর্গতরা। ক্ষুধার্থ মানুষের সঙ্গে সরকার তামাশা করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি দুর্গত এলাকায় ফটোশেসন করতে গেছে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের এমন বক্তব্যের জাবাবে রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য সম্পূর্ণভাবে সত্যের অপলাপ। বর্তমান আওয়ামী বরং দুঃশাসনের কসমেটিকস উন্নয়নের ফটোসেশসন দেখতে দেখতে জনগণ এখন ক্লান্ত হয়ে পড়েছে। এসময় তিনি শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে-তে সমাবেশের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।