• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উচ্চশিক্ষায় পিছিয়ে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০১৭, ১৫:২৯

উচ্চশিক্ষায় পাকিস্তান ও কম্বোডিয়া বাদে সব দেশ থেকে পিছিয়ে বাংলাদেশ। বললেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.এ.বি.এম. মির্জা আজিজুল ইসলাম।

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ফিন্যান্সিয়াল এনালাইসিস ফর ইকোনোমিক রিপোর্টার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা আজিজুল বলেন, মাধ্যমিক ক্ষেত্রে আমাদের শিক্ষার হার ৬৩ শতাংশ; আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার হার মাত্র ১৩ দশমিক ৪ শতাংশ।

তিনি বলেন, প্রবৃদ্ধি অনুসারে দেশের মানবসম্পদ উন্নয়ন হচ্ছে না। অর্থনৈতিক প্রবৃদ্ধির এ ক্রমবর্ধমান হার ধরে রাখতে মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। তবে এটি হতে হবে বাস্তবমুখী শিক্ষার আলোকে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক ভালো হচ্ছে- এ কথা জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বলেন, ১৯৮০-৮৫ সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ। ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে এ প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৯ শতাংশ। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত সময়ে এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশ ছিল। ২০১৬-১৭ অর্থবছরে ৬ দশমিক ৯ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ।

চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) সোসাইটি বাংলাদেশ ও ইকোনোমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh