• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হাওরের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৭, ১৭:৫৯

হাওর অঞ্চলের প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা দাবি করেছেন হাওরবাসী।

পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দ্রুত সরকারি বেসরকারি পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

শুক্রবার ঢাকায় বসবাসরতদের সংগঠন 'ঢাকাস্থ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উন্নয়ন ও কল্যাণ সমিতি' আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতির সভাপতি আলহাজ্ব সুলাইমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট বিমল চন্দ্র রায়, সহসভাপতি নাসির উদ্দিন ভুইয়া, সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, মিঠামইন সমিতির সভাপতি মশিউর রহমান চৌধুরী, অষ্টগ্রাম সমিতির সভাপতি আতাউর রহমান, জাকির হোসাইনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়েছে মৎস ও গবাদিপশুসহ ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এখনো পর্যন্ত সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। যা বরাদ্দ দেয়া হয়েছে, তা দরকারের তুলনায় খুবই অপ্রতুল। বক্তারা, দ্রুত দরকারি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh