• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রয়োজনের চেয়ে বেশি ত্রাণ দেয়া হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৭, ১২:৩৪

বন্যা কবলিত হাওর জেলায় প্রয়োজনের চেয়ে বেশি ত্রাণ দেয়া হচ্ছে। এ ত্রাণ দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।বললেন বন্যা বিষয়ক কমিটির সদস্য সচিব মোঃ মহসিন।

শুক্রবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন, বন্যা কবলিত ৬ জেলা এখন ত্রাণ মন্ত্রণালয় শুধু ত্রাণ বিতরণ করছে। পরে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আরো ত্রাণ দেয়া হবে।

মহসিন বলেন, এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। পরবর্তী ফসল ওঠার আগ পর্যন্ত ত্রাণ দেয়া হবে।