• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আশাবাদী শিগগিরই তিস্তা চুক্তি হবে

অনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল ২০১৭, ১৯:৪৩

দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে তিস্তার পানি চুক্তি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে বা হবে। তবে আমরা আশাবাদী শিগগিরই তিস্তার পানি চুক্তি হবে। বললেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার সফর সঙ্গী রুহুল আমিন হাওলাদার।

মমতা এরশাদের মধ্যে কোনো বৈঠক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জাপা’র মহাসচিব বলেন, এটি এরশাদ সাহেবের পারিবারিক সফর। পারিবারিক কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন মাত্র। রাষ্ট্রীয় অনুষ্ঠান বা তিস্তার পানি চুক্তি নিয়ে কোনো বৈঠক হয়নি।

অপর এক প্রশ্নের উত্তরে রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি অগনতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সমর্থন দেয়নি আগামিতেও দেবে না।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে ৩৪ টি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলছে। এ জোট আসছে নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেবে।

গেলো ২২ এপ্রিল বুড়িমারি স্থলবন্দর দিয়ে তার পৈতৃক ভিটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার দিনহাটা যান তিনি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh