• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাধ্যমিকের ১২টি বইয়ে পরিবর্তন আনা হচ্ছে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৭, ১৮:৩৫

মাধ্যমিক পর্যায়ে ১২টি বইয়ে পরিবর্তন ও সহজীকরণ করা হচ্ছে। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী যে কোনো পদক্ষেপ নেয়া হবে। সরকার সব সময় শিক্ষাকে সবচে’বেশি গুরুত্ব দেয়। শিক্ষার মান নিয়ে বর্তমানে একটি কমিটি কাজ করছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞানসহ মাধ্যমিকে ১২টি বইয়ে পরিবর্তন করা হচ্ছে। এগুলোর পাঠ্যসূচি শিক্ষার্থীদের জন্য সহজ করা হবে। যাতে তারা সহজে আয়ত্ব করতে পারে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা সেই লক্ষ্যে কাজ করছেন।

শিক্ষামন্ত্রী বলেন, আসছে ২০১৮ সাল থেকে এসব নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। মডেল উত্তরপত্রের মাধ্যমে খাতার মূল্যায়ন করা হবে। এইচএসএসির ফলাফলও সেভাবেই হবে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh