• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আত্মপক্ষ সমর্থনে খালেদার পরবর্তী হাজিরা ৮ মে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৭, ১৭:১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরের তারিখ আসছে ৮ মে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবির এ আদেশ দেন।

বৃহস্পতিবার আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় তার আইনজীবীরা সময় আবেদন করেন। পরে আদালত তা আমলে নিয়ে ৮ মে হাজিরের নির্দেশ দেন।

এসময় আদালত বলেন, বারবার সময় দেয়া যাবে না। এবারই শেষ সময়। আসছে ৮ মে আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক।

২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh