• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ত্রাণের চাল কম, প্লাবিত হয়েছে নতুন হাওর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৭, ১৭:২৭

সুনামগঞ্জের সবক’টি হাওরের ফসল তলিয়ে যাওয়ায় চালের জন্য হাহাকার দেখা দিয়েছে। খোলাবাজারে প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় চাহিদা পুরণ করতে পারছে না ডিলাররা।

সিন্ডিকেট চক্র হঠাৎ চালের দাম বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর জমির ফসল।

জেলায় ফসল হারিয়ে অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে হাওরাঞ্চলের প্রায় ১৫ লাখ মানুষ। বাজারে মোটা চাল ৫০-৫২ টাকা কেজিতে কেনা সম্ভব না হওয়ায় ওএমএসের ডিলারের দোকানে দৌড়াতে হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্র মানুষদের।

স্থানীয়রা অভিযোগ করেন, দু’তিন দিন ঘুরে মিলছে ৫ কেজি চাল। যা প্রয়োজনের তুলনায় অনেক কম।