• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ত্রাণ মন্ত্রণালয়ের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল ২০১৭, ১৬:৫৪

হাওরের বন্যা এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, বানভাসী মানুষের পাশে থাকতে তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য এ মন্ত্রণালের অধীন কর্মকর্তা ও কর্মচারীদের স্ট্যান্ড বাই থাকতে বলা হয়েছে। সব ধরণে ছুটিছাটা বাতলি করা হয়েছে।

মন্ত্রী বলেন, বানভাসা মানুষের পাশে ২৪ ঘণ্টা থাকতে হবে।