• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হজ নিবন্ধনের সময় বাড়লো ২দিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৭, ১৪:২৫

অপেক্ষমান তালিকা থেকে হজ নিবন্ধনের সময় বাড়লো আরো ২ দিন। জানালেন ধর্মমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুল হাসান।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আবুল হাসান বলেন, ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়ের মধ্যে হজ নিবন্ধনের কোটা পূরণ হয়নি। সেই জন্যে দু’দিন সময় বাড়ানো হয়েছে। যারা প্রাক নিবন্ধন তালিকায় অপেক্ষামান আছেন তাদের থেকে সিরিয়াল অনুসারে নিবন্ধন করা হবে।

তিনি বলেন, বুধবার ও বৃহস্পতিবার প্রাক নিবন্ধনকারী দু’ লাখ ২০ হাজার ৬শ’ ৫৪ সিরিয়াল পর্যন্ত নিবন্ধন করা যাবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়েরে মধ্যে ৩ হাজার ৩শ ৫৫টি কোটা পূরণ হয়নি।

হাজিদের গাইড ও মোনাল্লেমের কোটা ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১৩ হাজার ৯শ’ জনের নিবন্ধন করার কথা ছিল। কিন্তু এর মধ্যে নিবন্ধন করেন ১ লাখ ১০ হাজার ৬শ’ জন। তাই কোটা পূর্ণ করতেই নতুন করে সময় বাড়ানো হয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জনের হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১শ’ ৯৮ জন হজে যেতে পারবেন।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh