• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

'দেড় বছরের মধ্যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৭, ১৬:৪০

দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এক থেকে দেড় বছরের মধ্যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে। কারণ আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছি। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পিছিয়ে যাচ্ছে।

বললেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, বিএনপি দেশের প্রতিটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছে। ২০০৮ সালেও বিজয়ী হতো যদি ১/১১ এর সরকার ক্ষমতায় না আসতো।

বিএনপির এই নেতা বলেন, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের হাওড় এলাকায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে জেনেও সরকারের একজন সচিব হয়ে মানবতাবিরোধী কথা বলেছেন। তাকে আইনের আওতায় আনা উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেরও সমালোচনা করেন দুদু। তিনি বলেন, দিল্লি সফরের প্রতিটি চুক্তি দেশের মানুষ গোলামী চুক্তি মনে করে। দেশটির সঙ্গে যেসব চুক্তি হয়েছে তা সংসদের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করুন। না হলে দেশের মানুষের মনে সন্দেহ আরো বাড়বে।

এইচটি/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh