• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে অভিযোগ অনুমান নির্ভর

অনলাইন ডেস্ক
  ২০ এপ্রিল ২০১৭, ২০:১০

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে অভিযোগ অনুমান ও আবেগ নির্ভর। বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহষ্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

হাছান বলেন, রামপাল নিয়ে যারা সমালোচনা করছেন তারা বিজ্ঞান নয়, অনুমান ও ষড়যন্ত্র নির্ভর কথা বলছেন। এটি স্পষ্ট উদ্দেশ্য প্রণোদিত। যারা পদ্মাসেতু ইস্যুতে বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে চেয়েছিল তারাই এখন রামপাল ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, সরকার জনগণকে বিভ্রান্ত করছেন না। সুলতানা কামালের প্রতি সন্মান রেখে আমি বলছি, তিনিসহ যারা এ নিয়ে প্রশ্ন তুলেছেন, তারাই জনগণকে বিভ্রান্ত করছেন। এক্সিম ব্যাংক ভারত সরকারের অনুমতি নিয়ে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে অর্থায়ন করছে। তাই এটা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।

তিনি বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্রের আশাপাশের এলাকার পরিবেশ রক্ষায় সরকার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতি ব্যবহার করছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নিঃসরিত ছাই কিনতে বিভিন্ন সিমেন্ট কারখানা এখনই যোগাযোগ করছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh