• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিটিং সার্ভিসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ এপ্রিল ২০১৭, ১২:১৫

জনস্বার্থে সিটিং সার্ভিসের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। যাই করব সেটা যেন মানুষের জন্য মঙ্গল হয়। বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-কক্সবাজার রুটে সিল্কলাইন ট্রাভেলসের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনস্বার্থ বিবেচনায় রাজধানীতে সিটিং সার্ভিস ব্যবস্থা ফের ফিরিয়ে আনা হতে পারে। এছাড়া গণপরিবহণে সমস্যা সমধানে সরকারের ভিন্ন চিন্তাও রয়েছে। জনগণের কথা ভেবে তাদের সুবিধা-অসুবিধা আমাদের দেখতে হবে।

সড়কমন্ত্রী বলেন, জনগণ ভোগান্তিতে পড়ে এমন সিদ্ধান্ত আমরা নিতে পারিনা। নগরবাসীর দূর্ভোগের বিষয়টি সবার আগে গুরুত্ব দেয়া হবে। জনভোগান্তির বিষয়টি বিবেচনা করে বুধবার বিকেলে পরিবহন মালিক সমিতি ও বিআরটিএ বৈঠকে বসছে। সেখানে সব বিষয় আলোচনা হবে।

সড়কমন্ত্রী বলেন, বিআরটিএ ও পরিবহন মালিকদের বৈঠকে গেলো ৪ দিনের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সেখান থেকে যদি মনে করা হয় জনস্বার্থে সিটিং সার্ভিসের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার, তাহলে করা যেতে পারে।

সেতুমন্ত্রী আরো বলেন, জনসাধারণের সুবিধার্থে ঢাকায় আরো ৪ হাজার বাস নামানো হবে। এরইমধ্যে এর প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক বলেন, বিকেলে বিআরটিএ মালিক পক্ষের সঙ্গে বৈঠক ডেকেছে। সেখানে সিটিং সার্ভিস বন্ধসহ সব বিষয়ে আলোচনা হবে। যেটা সবার জন্য ভালো হয় সেটিই করা হবে।

বুধবার বিকেল ৪টায় তেজগাঁওয়ে বিআরটিএ’র অফিসে পরিবহণ মালিকদের সঙ্গে বৈঠক হবে।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh