• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আওয়ামী লীগের আয় বেশি, বিএনপির ব্যয়

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১৫:২৯

গোটা বছর ব্যয়ের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের তহবিলে ৩ কোটি ৩৮ লাখ টাকা উদ্বৃত্ত আছে। তবে বিএনপির তহবিলে কোনো উদ্বৃত্ত নেই।বরং আয়ের চেয়ে ১৪ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে ২০১৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় আওয়ামী লীগ ও বিএনপি। তা থেকে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালে আওয়ামী লীগ ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা আয় করেছে । আর ব্যয় করেছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। সে হিসাবে উদ্বৃত্ত আছে ৩ কোটি ৩৮ লাখ টাকা।

অন্যদিকে, ২০১৫ সালে বিএনপির আয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। সে হিসাবে ঘাটতি রয়েছে ১৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা।

দলের বার্ষিক আয় এবং ব্যয়ের হিসাব দিতে নির্বাচন কমিশনে আসেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে তারা এই হিসাব জমা দেন।

পরে একই সচিবের কাছে নিজেদের আয় ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপির প্রতিনিধি দল।

দু’দলের নেতারা জানান, হিসাব জমা দেয়ার মাধ্যমে নিজেদের দলের স্বচ্ছতার অবস্থান জানানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh