• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের রায় কার্যকর হবে’

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১৪:৫৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে রায় কার্যকর হবে। বললেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার ষড়ন্ত্রকারীদেরও মরণোত্তর বিচার করতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনের সামনে আরটিভি’র শোক দিবসের আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে এ দেশ আমরা পেতাম না। ব্যবসায়ী নেতা হতে পারতাম না। এতগুলো মিডিয়ার সৃষ্টি হতো না।

তিনি বলেন, মিডিয়া হিসেবে আমাদের দায়িত্ব সঠিক তথ্য নতুন প্রজন্মসহ পুরো জাতির সামনে তুলে ধরা। এর মাধ্যমে খুনিদের বিচারের কাজকে এগিয়ে নেয়া।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে হত্যা করায় জাতি হিসেবে আমরা কলঙ্কিত। এ কলঙ্ক থেকে মুক্তি পেতে পলাতক খুনিদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে হবে।


মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh