• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভাড়ার চার্ট কন্ডাক্টরের মুখে!

মিথুন চৌধুরী

  ১৭ এপ্রিল ২০১৭, ১০:৫৩

ভাড়ার চার্ট কন্ডাক্টরের মুখেই তো আছে। ও যা বলে তাই দিতে হয়। দেখেন চার্ট ঝুলাইছে কোথায়! ড্রাইবারের সামনের কাচের সঙ্গে লাগানো। এ চার্ট ড্রাইবারও দেখছে কিনা সন্দেহ। চার্ট কি ওরা মানে? ভাড়া নিজেদের মতো তৈরি করে আর জোর করে আদায় করে। কতবার বলবো! এ ভাড়ার চার্ট কার জন্য? এভাবে ক্ষোভ জানালেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সামশুল ইসলাম।

শুধু সামশুল নয় অনেকে তার মতো সূর ধরে বলেন, সিটিং বন্ধ করার মূল দাবি ছিল বেশি ভাড়া না নেয়ার জন্য। কিন্তু কী লাভ হলো? বাহ্যিকভাবে সিটিং মুছে গেলো কিন্তু বাস্তবে আদৌ কি ভাড়া কমলো? মোটেই কমেনি। উল্টো এরা আরো বেপরোয়া হয়ে গেছে।

এদিকে সিটিং সার্ভিস বন্ধের পর ভাড়া বেশি নেয়াসহ বিভিন্ন ভোগান্তির কারণে অনেকে ক্ষোভ প্রকাশ করছে ফেসবুকে।

সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী, মিনিবাসের সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা। আর বাসের সর্বনিম্ন হবে ৭ টাকা। চালকসহ যে মিনিবাসের সর্বোচ্চ ৩১টি সিট থাকবে। এর বেশি থাকলে সেটি হবে বাস।