• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

এলাকাবাসীকে কাঁদিয়ে চলে গেল বঙ্গ বাহাদুর

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১০:২৭

বানের পানিতে ভেসে আসা ভারতীয় হাতি ‘বঙ্গ বাহাদুর’ মারা গেছে। মঙ্গলবার সকালে হাতিটি মারা যায় বলে জানান সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন।

শনিবার শিকল ভেঙে পালানোর চেষ্টা করলে রোববার দ্বিতীয় দফায় চেতনানাশক দিয়ে চার পায়ে শিকল পরানো হয় হাতিটিকে। পরে কয়রা গ্রামের খোলা মাঠে কাদা পানিতে বেঁধে রাখা হয়।

সোমবার সকালে ‘বঙ্গ বাহাদুর’ অসুস্থ হয়ে শিকল পরা অবস্থায় কাদা পানিতে হঠাৎ পড়ে যায়।

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের দলছুট এ হাতিটি বন্যার পানিতে ভেসে ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ।

দেড় মাস ধরে এটি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরের চরাঞ্চলে ঘুরে বেড়ায়। ১১ আগস্ট বন বিভাগের উদ্ধারকারী দল দূরনিয়ন্ত্রিত চেতনানাশক ছুঁড়ে হাতিকে উদ্ধার করে জামালপুরের সরিষাবাড়ি কয়রা গ্রামে নিয়ে আসে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh