• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৪শ’ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ এপ্রিল ২০১৭, ১৮:৪৮

নববর্ষের তৃতীয় দিনে ৪শ’ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেলো ছয় মাসে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবেন তিনি।

আসছে রোববার গণভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে ভালো পারফর্ম করা ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার দেয়া হবে।

গেলো অক্টোবর থেকে এখন পর্যন্ত যারা ব্যক্তিগত বা দলগতভাবে দেশে-বিদেশে আন্তর্জাতিক ক্রীড়ায় অংশ নিয়েছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিমন্ত্রণ পাওয়াদের মধ্যে রয়েছে জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, হ্যান্ডবল, সাঁতার, যুব হকি, জাতীয় হকি দল, শুটিং, ভারোত্তোলন, মহিলা ফুটবল, অনূর্ধ্ব-১২ ছেলেদের ফুটবল, গলফ, আর্চারি, দাবা, জুনিয়র ব্যাডমিন্টন, ইনডোর হকিতে নারী-পুরুষ, রোলবলের ক্রীড়াবিদরা।

জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি অশোক কুমার বিশ্বাস বলেন, সাম্প্রতিক সময়ে ক্রীড়া ক্ষেত্রে পাওয়া সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ক্রীড়াবিদ, কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাদের গণভবনে সংবর্ধনা দেয়া হবে। ভবিষ্যতে ভালো করতে অনুপ্রাণিত করার জন্যই এ পদক্ষেপ নিয়েছেন তিনি।

এদিন ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যুটার শাকিল আহমেদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh