• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সম্পূর্ণ এসিযুক্ত মৈত্রী ট্রেন উদ্বোধন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ এপ্রিল ২০১৭, ১৮:০২

ঢাকা-কলকাতা রুটে উদ্বোধন করা হয়েছে নতুন মৈত্রী ট্রেন। ট্রেনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর সব বগি এসিযুক্ত।

শুক্রবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ফ্লাগ অ‌ফ’র মাধ্যমে রেলমন্ত্রী মু‌জিবুল হক ট্রেনটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইক‌মিশনার হর্ষবর্ধন শ্রিংলা রেল স‌চিব ফিরোজ সালাউ‌দ্দিন।

উদ্বোধনের আগে রেলমন্ত্রী বলেন, ভারত আমাদের পরী‌ক্ষিত বন্ধু। বিএনপি নেত্রী খালেদা জিয়া শুধু সমালোচনা করেন। তার ডানে-বামে শুধু জামায়াত।

হর্ষবন্ধন শ্রিংলা বলেন, হাসিনা ও মো‌দির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।

‌ফিরোজ সালাউ‌দ্দিন বলেন, আমরা প্রস্তাব করে‌ছি যে, ই‌মিগ্রেশন ও কাস্টমস য‌দি ঢাকায় সম্পন্ন করা যায় তাহলে চার ঘণ্টা সময় বাঁচবে যাত্রীদের।

বর্তমানে ট্রেনের ৯৮ ভাগ শি‌ডিউল রক্ষা করতে পারছেন বলেও জানান তিনি।

কলকাতার পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মৈত্রী ট্রেনে থাকছে ১০টি কোচ। ৪টি এসি প্রথম শ্রেণি, ৪টি এসি প্রথম শ্রেণির চেয়ার কোচ এবং দু’টি এসি পাওয়ার কার। ১০ কোচে এখন ৪৫৬ জন যাত্রী চলাচল করতে পারবেন।

২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী এই মৈত্রী এক্সপ্রেস ট্রেন।

কে/ সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh