• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এনবিআর’র হালখাতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৭, ১৯:৫৮

দেশের মানুষকে কর দিতে উৎসাহিত করতে প্রথমবারের মতো হালখাতার আয়োজন করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে প্রতিটি নাগরিক সময় মতো কর দিতে এগিয়ে আসবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

মিষ্টিমুখ আর কর পরিশোধের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার দেশব্যাপী ‘রাজস্ব হালখাতা’ অনুষ্ঠিত হয়। পয়লা বৈশাখের একদিন আগে চৈত্র সংক্রান্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের সব কর কার্যালয়ে হালখাতার আয়োজন করে। বড় করদাতাদের পাশাপাশি ছোট করদাতারাও এই উৎসবে যোগ দেন।

এবারের স্লোগান ছিল ‘বকেয়া আদায় নয়, পরিশোধ।’

ঢাকার বিভিন্ন করাঞ্চল ঘুরে দেখা গেছে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ‘হালখাতা’র আদলে কর কার্যালয়গুলো সাজানো হয়।

গ্রাম-বাংলার ঐহিত্য মাটির হাঁড়ি, পাতিল, কলা গাছ, কুলো, হাতপাখা, মুখোশ, গেট আর রঙ বেরঙের দেয়াল কার্টুনে সাজানো হয় কর কার্যালয়।

মাটির সানকিতে দেয়া হয় মিষ্টি,বাতাসা,নারিকেলের নাড়ু,সন্দেশ, খৈ, কদমা, মুরালি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh