• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৭, ১১:১৭

মঙ্গল শোভাযাত্রা কোনো ধর্মীয় বিষয় নয়। এটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবনে হাতিরঝিল সমন্বিত প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মঙ্গল শোভাযাত্রা এখন গোটা বিশ্বে স্বীকৃত। এটিকে ধর্মের সঙ্গে মিশিয়ে ফেলার কোনো সুযোগ নেই। কারণ বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ইউনেস্কো এটিকে ঘোষণা করেছে।

তিনি বলেন, যারা মঙ্গল শোভাযাত্রাকে হিন্দুদের সংস্কৃতি বলছে তারা না জেনে বলছেন। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমি সবার কাছে অনুরোধ করব কেউ এটি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।

প্রধানমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রা একমাত্র উৎসব যেখানে সব ধর্মের লোক সমানভাবে অংশ নেয়। এটি দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করে। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব।

হাতিরঝিল সমন্বিত প্রকল্প উদ্বোধন করে তিনি বলেন, এটি নগরবাসীর জন্য আমার নববর্ষের বিশেষ উপহার। এর মাধ্যেমে ঢাকার মানুষের বিনোদনের নতুন স্থান হলো। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ সব কিছু করার সুযোগ পাবে এখানে। তবে সবার কাছে অনুরোধ রইলো পরিষ্কার পরিচ্ছন্নতার দিয়ে নজর দেবেন। হাতের বোতল বা কাগজের প্যাকেট যেখানে সেখানে ফেলবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম ধর্মেই প্রথম প্রবর্তন করে। সবার কাছে অনুরোধ রইলো যেখানেই যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দেবেন।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh