• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কওমির দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর মর্যাদার ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৭, ২৩:৫১

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর হচ্ছে দাওরায়ে হাদিস। এ বিষয়টিকে স্নাতকোত্তর (মাস্টার্স) সমমর্যাদা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। ফলে এখন থেকে মাস্টার্সের মর্যাদা পাবে দাওরায়ে হাদিস ইসলামিক স্টাডিজ।

মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কওমি মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক তিন শতাধিক আলেম।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী বলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে দারুল উলুম দেওবন্দের মূলনীতির ওপর ভিত্তি করে এই স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়া এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এ বিষয়ে আলেমদের নিয়ে একটি কমিটিও করা হয়েছে। তাঁরাই এই স্বীকৃতির আইনি ভিত্তি দাঁড় করাবেন।

কওমির দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর মর্যাদা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্ল্যাটে মিলল মায়ের রক্তাক্ত মরদেহ, পুলিশ হেফাজতে ছেলে 
স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে কওমি মাদরাসার শিক্ষার্থীদেরকে নিয়োগের দাবি
দেশে কওমি মাদরাসা থাকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে দুই কিশোরী
X
Fresh