• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বৈশাখে ইলিশ নয়, খিচুড়ি খান: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৭, ২১:০৮

পহেলা বৈশাখে খিচুড়ি, সবজি, ডিম ভাজা ও মরিচ ভাজা খাবেন; ইলিশ খাবেন না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেলে ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে উঠে চলে যাবার সময় সবাইকে থামিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখে ইলিশ না খেতে আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ ধরবেন না, ইলিশ খাবেন না।

এর আগে ভারত সফর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ৪ দিনের এ সফরে ভারতের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে লুকোচুরির কিছু নেই। দেশটির সঙ্গে ১১টি চুক্তি ও ২৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। এসবের বিস্তারিত সময় মতো সবাই জানতে পারবেন। যা করেছি দেশের স্বার্থেই করেছি।

তিস্তা চুক্তির বিষয়ে শেখ হাসিনা বলেন, আমরা আছি ভাটিতে। আমাদের কাছে পানি আসবেই। কেউ আটকে রাখতে পারবে না। আর বৃষ্টি বেশি হলে তো পানি ছাড়তেই হবে। তখন সেটা আমাদের ধরে রাখতে হবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তির বিষয়ে সরাসরি না বলেননি। তাছাড়া ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন- আমি ও তিনি ক্ষমতায় থাকাকালেই এ চুক্তি বাস্তবায়ন হবে। যখনই হোক তাদের পানি ছাড়তে হবে। এটা ধরে রাখার কিছু নেই।

চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে গেলো সোমবার সন্ধ্যায় ভারত থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গেলো ৭ এপ্রিল তিনি দেশটির উদ্দেশে ঢাকা ছাড়েন। ৮ এপ্রিল দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে মোট ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

ধন্যবাদ বিএনপি নেত্রীকে : শেখ হাসিনা

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে লুকোচুরির কিছু নেই

পানি ছাড়তে হবে, আটকে রাখতে পারবে না: শেখ হাসিনা

কে/ সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
মানুষের সেবা করাই হোক নতুন বছরের অঙ্গীকার : জয়
নতুন বছর অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী
X
Fresh