• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ধন্যবাদ বিএনপি নেত্রীকে : শেখ হাসিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৭, ১৮:১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ধন্যবাদ জানান।

ভারতে চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী নাকি বলেছেন আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে প্রতিরক্ষা ‍চুক্তি করেছে। তিনি যেহেতু বলেছেন- আমরা আরো এক মেয়াদ ক্ষমতায় থাকবো, সেজন্যে তাকে ধন্যবাদ জানাই।’

খালেদা জিয়া ও বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী কী বলবেন সেটা নিয়ে আমার কিছু যায়-আসে না। কারণ আমার সংবাদ সম্মেলনের পরই তো তাদের ঘ্যানর ঘ্যানর শুরু হবে। তাই এসব নিয়ে আমার কিছু যায়-আসে না।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ দেশের স্বার্থে রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে এসেছে। কারণ শেখ হাসিনা দেশ বিক্রি করতে নয়, দেশের স্বার্থ রক্ষা করতে জানে। আসলে দেশ বিক্রি করে তারাই, যারা উড়ে এসে জুড়ে বসে।’

তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি করিনি। যেসব চুক্তি হয়েছে সব সময়মতো জানতে পারবেন। দেশের স্বার্থবিরোধী গোপন চুক্তি করেছে বিএনপি। তারা চীনের সঙ্গে কী চুক্তি করেছে সে বিষয়ে এখনও কি কেউ কিছু জানতে পেরেছেন?’

পানি ছাড়তে হবে, আটকে রাখতে পারবে না: শেখ হাসিনা

ভারতের সঙ্গে চুক্তি নিয়ে লুকোচুরির কিছু নেই

এইচটি/ সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
X
Fresh