• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা চুক্তিতে যা রয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৭, ১৬:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফরে দেশটির সঙ্গে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এসবের মধ্যে অন্যতম প্রতিবেশী দেশটির সঙ্গে হওয়া সামরিক সহযোগিতা স্মারক সই।

এরই মধ্যে এই সমঝোতা স্মারক নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। দেশের প্রধান বিরোধী দল বিএনপি বলছে- এই চুক্তি সই করে সরকার দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে।

অন্যদিকে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বলেন দেশ বিক্রি করে দিয়েছি তারা অর্বাচীন। তাদের অন্য উদ্দেশ্য আছে।

বাংলাদেশ-ভারতের হওয়া সামরিক সমঝোতা স্মারক নিয়ে কী আছে তা নিয়ে মুখ খোলেননি কেউ। সই করা সমঝোতা স্মারকে ৬টি বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে।