• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সন্ধ্যায় ফিরছেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৭, ১২:৪৬

​চারদিনের ভারত সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ফেরার পর তাকে গণসংবর্ধনা দেয়ার কথা থাকলেও তাঁর কঠোর নির্দেশে সেটি বাতিল করা হয়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নয়া দিল্লি ছাড়বেন শেখ হাসিনা। সন্ধ্যায় হজরত শাহজালাল বিমানবন্দরে তিনি পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় আসার পর ২০১০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে দিল্লি সফর করেন শেখ হাসিনা। দীর্ঘ সাত বছর পর গেলো ৭ এপ্রিল ৪ দিনের সরকারি সফরে ফের দিল্লি যান প্রধানমন্ত্রী।

দিল্লির ভারতীয় বিমান বাহিনীর পালাম ঘাটিতে দেশটির ভারী শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো কথা ছিল। কিন্তু ওইদিন প্রটোকল ভেঙে শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে দু ’দেশের মধ্যে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। যেগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, ঋণসহায়তা, অর্থনৈতিক উন্নয়ন, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

রোববার সফরের তৃতীয় দিনে শেখ হাসিনা তাঁর সম্মানে দেয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর নৈশভোজে যোগ দেন। একইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী।

ভারত সফরের শেষ দিন সোমবার সকালে শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় ইন্ডিয়া ফাউন্ডেশন। এরপর নয়াদিল্লিতে হোটেল তাজের শাহজাহান হলে বাংলাদেশ ভারতের শীর্ষ ব্যবসায়ীদের এক সম্মেলনে যোগ দেন তিনি।

এইচটি/ সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
X
Fresh