• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনা- সোনিয়া বৈঠক

অনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল ২০১৭, ১৯:৪৫

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। তার সঙ্গে রয়েছে সহ-সভাপতি ও তার ছেলে রাহুল গান্ধী।

রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বৈঠকে বসেন তারা।

শেখ হাসিনার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা

রোববার সকালে আজমির শরীফে সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতী (র.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে স্বাগত জানান মোয়াল্লেম হাজী কলিমউদ্দিন।

জিয়ারত শেষে শেখ হাসিনা মঈনউদ্দিন চিশতীর কবরে গিলাফ চড়ান। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফরের সময়ও প্রধানমন্ত্রী আজমিরে গিয়েছিলেন।

সাত বছর পর গেলো ৭ এপ্রিল ৪ দিনের সরকারি সফরে নয়াদিল্লি পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের মধ্যে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh