• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি ইমাম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

অনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট ২০১৬, ২১:৪৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের ইমাম আলাউদ্দিন আখনজি ও তার সহকারীকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।

আখনজির বাড়ি হবিগঞ্জে। দু’দিন ধরে সেখানে চলছে শোকের মাতম। সহজ-সরল ধার্মিক লোকটির নিষ্ঠুর হত্যাকাণ্ডের খবর এখন জেলার সবচেয়ে আলোচিত বিষয়। স্বজনদের মতোই অনেকে ব্যথিত; অনেকের মাঝে দেখা গেছে ক্ষোভ।

পরিবার, স্বজন ও এলাকাবাসীর দাবি, দ্রুত আইনের আওতায় আনা হোক দুর্বৃত্তদের। চান বাংলাদেশ সরকারের দৃঢ় কূটনৈতিক অবস্থান।

২০১১ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে যান হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আলাউদ্দিন আখনজি।

শনিবার নিউইয়র্কের ওজনপার্কে আল ফুরকান জামে মসজিদ থেকে জোহরের নামাজ পড়িয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে সহকারী তারা মিয়াসহ তিনি নিহত হন।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান, সেখানকার বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির সদস্যরা।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh