• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাসিনা-মোদি সরকারেই তিস্তার পানি

অনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল ২০১৭, ১৭:৫৭

শেখ হাসিনা ও তার সরকারের আমলেই তিস্তা চুক্তির বিষয়টি সমাধান হবে। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মোদি বলেন, বাংলাদেশ নিয়ে আমার মনে যেই অনুভূতি, আমি মনে করি একই উষ্ণ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় মনে।

তিনি আরো বলেন, তিস্তাচুক্তি, গঙ্গা ব্যারেজ নির্মাণ, পানি ব্যবস্থা সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেয়া হবে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠক দু’দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে।