• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাসিনা মোদি বৈঠক, ৩৬ চুক্তি-সমঝোতা সই [ভিডিও]

অনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল ২০১৭, ১৪:১৯

ভারতের হায়দরাবাদ হাউজে নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার বৈঠকের পর দু’ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৩৬টি সমঝোতা স্মারক সই হয়েছে।

শনিবার দুপুরে এ বৈঠক হয় ।

চুক্তি সই’র পর নরেন্দ্র মোদি তার বক্তব্যের শুরুতে বাংলাদেশিদের বাঙলা ভাষায় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

মোদি বলেন, জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসংশনীয় ভূমিকা রাখছেন, যা সবার জন্য শিক্ষণীয়।

এসময় তিনি বাংলাদেশের জন্য সাড়ে চারশ' কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা করেন। এছাড়া ৫০ কোটি ডলার প্রতিরক্ষা সহযোগিতাও ঘোষণা দেন মোদি।

তিনি বলেন, ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ভারত বাংলাদেশকে সহায়তা দেবে। দু’দেশের মধ্যে পণ্য সরবরাহ বেশ উন্নতি হয়েছে। খুব দ্রুত তিস্তা চুক্তি সমাধান হবে।

বক্তব্যের শুরুতে শেখ হাসিনা ও মোদি হিন্দি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করেন।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-কলকাতা রুটে বাস এবং খুলনা-কলকাতা রুটের ট্রেন সার্ভিস উদ্বোধন করেন দু’ প্রধানমন্ত্রী।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh