• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মসজিদে নববির খতিবের ইমামতিতে জুমা আদায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৭, ১৭:১২

মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমের ইমামতিতে বায়তুল মোকাররমে জুমার নামাজ হয়েছে। প্রায় ৫০ হাজার মুসল্লি তার ইমামতিতে জুমার নামাজ আদায় করেছেন।

মসজিদে নববির ইমান জুমার নামাজে ইমামতি করবেন, এই খবরে ঢাকার আশেপাশে থেকেও অনেক মুসল্লি নামাজে শরিক হন।

মসজিদের ৮ তলা পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিদের উপস্থিতিতে। এছাড়া, মসজিদের ভেতরে জায়গা না পেয়ে গেট ও বাইরের সড়কেও নামাজে অংশ নেন মুসল্লিরা।

জুমার নামাজের খুতবায় মসজিদে নববির ইমাম ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন। তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।

তিনি ইসলাম ধর্মের শান্তির বার্তা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম ।

এদিকে জুমার নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। বায়তুল মোকাররম ও আশপা‌শের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হ‌য়। মসজিদের সব গেটে আর্চার টাওয়ার (আর্চও‌য়ে) বসানো হ‌য়। মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশি ক‌রে মস‌জি‌দের ভেত‌রে প্রবেশ করা‌নো হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh