• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লে. কর্নেল আজাদের প্রথম জানাজা বাদ জু্মা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৭, ১১:২৫

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের প্রথম নামাজে জানাজা বাদ জু্মা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে হবে।

তার দ্বিতীয় নামাজে জানাজা র‌্যাব সদর দপ্তরে বিকেল ৩টায় হবে। এর পর বনানীতে ঢাকা সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে বোমা বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাতেই আজাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজাদের মরদেহের ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গেলো ২৫ মার্চ সন্ধ্যার পর সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পরপর দু’দফা বোমা বিস্ফোরণে মারা যান দু’পুলিশ সদস্যসহ ছয়জন। সেসময় আহত হন আজাদ।

তার মাথাসহ সারা শরীরে স্প্লিন্টারের আঘাত লাগে। গুরুতর আহত আজাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গেলো রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

কিন্তু হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে গেলো বুধবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়।

পরে বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন।

আতিয়া মহলের ঘটনায় আজাদকে নিয়ে এখন সাতজনের প্রাণ গেল।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh