• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফের জলাশয়ে হাতি

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৬, ১৩:২৪

বাঁধন ছিঁড়ে জলাশয়ে আশ্রয় নিয়েছে ভারতীয় হাতিটি।পুরো শরীরটি পানির নিচে রেখে এখন কেবল শুঁড়টি বের করে রেখেছে। শনিবার বেলা ১১টায় হাতিটি তার সবগুলো বাঁধন ছিঁড়ে পাশের জলাশয়ে নেমে পড়ে।

ঢাকার বন অধিদপ্তরের সাবেক উপ-প্রধান বন সংরক্ষক তপন কুমার দে বলেন, হাতিটিকে ডান্ডা বেড়ি পরানোর চেষ্টা চলছে। ডাঙায় তোলা গেলেই তাকে বেড়ি পরানো হবে। এলাকায় পুলিশ ও র‍্যাব অবস্থান করছে।

এদিকে, শুক্রবার হাতিটির জ্ঞান ফেরার পর থেকেই শেকল আর দড়ি ছেঁড়ার চেষ্টা করছিল।বৃহস্পতিবার হাতিটিকে উদ্ধার করে আম গাছে বাঁধা হয়। তার হুঁশ ফেরার পর চিকিৎসা চলছিল ।

গেল ২৬ জুন আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে হাতিটি। দেড় মাসেরও বেশি সময় ধরে নদী ও স্থল পথ মিলিয়ে চার জেলায় কয়েকশ কিলোমিটার পাড়ি দিয়ে অনেকটা দুর্বল হয়ে জামালপুরে অবস্থান নিয়েছিল হাতিটি। পরে নানা কৌশলে হাতি উদ্ধারে ব্যর্থ হবার পর ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে চেতনানাশক দিয়ে গ্রামবাসীর সাহায্যে হাতিটিকে গাছে বাঁধা হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh