• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘কাজের মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো’

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৬, ১১:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নমূলক কাজের মাধ্যমে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেটি পূরণের দায়িত্ব আমাদের। উন্নয়নের মাধ্যমে সরকার যে সাফল্য অর্জন করেছে, মানুষের ভাগ্য পরির্বতন করেছে, সেটি দেখে আমার বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) আত্মা শান্তি পাচ্ছে। শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের লক্ষ্য অর্জনের অংশ হিসাবে ছয়টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ পেলেন। ২০১৮ সালের ডিসেম্বরের মধ‌্যে দেশের মোট ৪৬৫ উপজেলা শতভাগ বিদ্যুতায়ন করা হবে। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে এবং জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করছে সরকার।

বিদ‌্যুৎ ব‌্যবহারে সবাইকে মিতব‌্যয়ী হবার আহ্ববান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে অনেক খরচ হয়। আশা করি বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন। তাতে আপনাকেও বিল কম দিতে হবে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh