• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘পুলিশকে ব্যবহার করছে আওয়ামী লীগ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৭, ১৯:২৬

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার করতে পুলিশকে ব্যবহার করছে আওয়ামী লীগ। অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার দুপুরে কুমিল্লার ধর্মসাগরপাড়ে বিএনপির নির্বাচনী প্রচার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ক্ষমতাসীনদের পক্ষে নিতে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করছে। বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করা নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাদা পোশাকে তল্লাশির নামে পরিবারের সদস্যদেরকে হয়রানি করা হচ্ছে। অনেকের নামে মামলা না থাকলেও পুরাতন মামলায় গ্রেপ্তারর দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচনে এটি সবচে’ বড় বাধা।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার দলীয় প্রার্থী ও নেতারা নিয়মিত আচরণ বিধি লংঘন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশন সুষ্ঠু‚ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এর কোনো নজির দেখছি না। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh