• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০১৭, ১১:৪৫

মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার সকাল সোয়া ৯টার পর খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছিলেন। আরো ছিলেন বিএনপির হাজারো নেতা-কর্মী।

শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র নেই। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে তা ফিরিয়ে আানা হবে।

এর আগে সকাল সোয়া ৯টায় স্মৃতিসৌধে আসেন খালেদা জিয়া। এ সময় দলের স্থানীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৯টায় স্মৃতিসৌধ এলাকা ছেড়ে যান খালেদা জিয়া।

এরপর তিনি শেরে বাংলানগরে আসেন। বেলা ১০ টা ২৫ মিনিটে সেখানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh